১৪১ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

স্বর্ণালঙ্কারসহ আটক দুই ছিনতাইকারীব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর থেকে ছিনতাই হওয়ার চার দিনের মাথায় ১৪১ ভরি স্বর্ণালঙ্কারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ নভেম্বর) দুপুরে সরাইল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) ম. মনিরুজ্জামান ফকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরাইল থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরাইল উপজেলা সদরের বিকাল বাজারের আপন স্বর্ণ শিল্পালয়ের মালিক বিষ্ণু বণিক প্রতিদিনের ব্যবসায়িক কাজ শেষে ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে বণিকপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ির কাছে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্র তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১৮০ ভরি সোনা এবং নগদ সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় শুক্রবার সকালে বিষ্ণু বণিক বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকারী মো. সাইদুল হক এবং এমরান খাঁকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সরাইল বণিকপাড়ার পুকুর পাড়ের গর্ত থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ১৪১ ভরি সোনা উদ্ধার করে পুলিশ। বাকি ৩৯ ভরি অলঙ্কার এবং নগদ সাড়ে আট লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

বিষ্ণু বণিক জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারসহ আসামি গ্রেফতার করতে পারবে তা তিনি ভাবতে পারেননি। তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

এদিকে দ্রুত স্বর্ণালংকার উদ্ধারের খবরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা থানায় এসে পুলিশের সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় পুলিশের প্রশংসা করেন।