ঝালকাঠিতে ‘বিশেষ শিশু’দের নিয়ে ব্যতিক্রমী মেলা

মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হকঝালকাঠিতে সমাজে পিছিয়ে পড়া ‘বিশেষ শিশু’ (প্রতিবন্ধী) ও তাদের অভিভাবকদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে এক ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আলোচনাসভা ও বিশেষ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় শনিবার (১৭ নভেম্বর) সকালে ঝালকাঠি শিশুপার্কে এ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় ঝালকাঠি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, হিয়ারিং এইড, কর্নার চেয়ারসহ ১৪১টি উপকরণ বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি।

অনুষ্ঠানে জেলার সাতটি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবন্ধী শিশুদের চেখেমুখে আনন্দ ফুটে উঠে। ঝালকাঠিতে এই প্রথম জেলা প্রশাসক মো. হামিদুল হকের প্রচেষ্টায় বিশেষ শিশুদের নিয়ে মিলনমেলার আয়োজন করায় সাধারণ মানুষ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।