শীত বাড়ছে শ্রীমঙ্গলে

শীতের তীব্রতায় আগুন পোহাচ্ছেন চা শ্রমিকরামৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়ে চলেছে শীতের তীব্রতা। শীতের আগমনে শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে। বুধবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গলে  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলে আগামীতে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।     

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো.মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার শ্রীমঙ্গলে  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামীতে বৃষ্টিপাত হলে  এই তাপমাত্রা আরও কমতে পারে।’

তিনি আরও বলেন, ‘শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে জনদুর্ভোগ বাড়ছে। তীব্র শীতের কারণে এসব অঞ্চলে ছিন্নমূল মানুষদের বিশেষ করে চা শ্রমিকদের ব্যাপক কষ্ট পোহাতে হয়।’

ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের চা শ্রমিক নির্মল চাষা বলেন, ‘বাগানে শীতের পরিমাণ বেশি। চা বাগানের সকল শ্রমিকরা  সকালের দিকে গাছের পাতা,লাকড়ি কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে চলছে। আমরা গরীব মানুষ শীতের কাপড়চোপড় নাই,  কী করবো! আমরার খবর কে লয়। ভোট আইলে মেম্বার,চেয়ারম্যান ও এমপিরা খবর লয়। শীত আইলে কেউ খবর রাখে না।’