শ্রীপুরে ট্রান্সফারমার তৈরির কারখানায় ডাকাতি

1

গাজীপুরের শ্রীপুরে ইলেট্রো পাওয়ার কোম্পানি লিমিটেড (বৈদ্যুতিক ট্রান্সফারমার তৈরির) কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা কারখানার দুই নিরাপত্তা প্রহরীকে বেঁধে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, এসময় ডাকাতেরা ওয়্যার ক্যাবল, সিসি টিভির এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার), কপার ও কপার ওয়েস্টেজসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  

বুধবার (২১ নভেম্বর) ভোর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা এলাকার ইলেট্রো পাওয়ার কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ইলেট্রো পাওয়ার কোম্পানি লিমিডের ব্যবস্থাপক (প্রশাসন) বিজয় বড়ুয়া জানান, ঘটনার রাত আনুমানিক দুইটায় ১০-১২ জনের একদল ডাকাত কারখানার উত্তর পাশের সীমানা প্রাচীরে থাকা খেজুর গাছ দিয়ে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তা প্রহরী কোরবান আলী, শফিকুল ইসলাম ও সিকিউরিটি সুপারভাইজার সাইফুল ইসলামকে ঘুম থেকে ডেকে তুলে রশি দিয়ে বেঁধে কম্বল দিয়ে ঢেকে রাখে। পরে কারখানার মূল ফটক খুলে ভেতরে ট্রাক ঢুকিয়ে ওয়্যার ক্যাবল, সিসি টিভির এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার), কপার ও কপার ওয়েস্টেজসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।