লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন দুইজন

লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন দুইজনলক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন দুইজন। বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় চিঠি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর-৩ আসন থেকে বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৭৩ সালেও আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ র্নিবাচনে বিএনপির অ্যাডভোকেট খায়রুল এনামের কাছে বিপুল ভোটে তিনি পরাজিত হন। ২০১৮ সালের জানুয়ারিতে শাহজাহান কামালকে বিমান ও পর্যটনমন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালে গোলাম ফারুক পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর লক্ষ্মীপুর জেলার পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সবক’টিতে জয়লাভ করে। লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চল থেকে তিনি প্রথম দলীয় মনোনয়ন পেলেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি লক্ষ্মীপুর-৩ আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামতের মূল্যায়ন করেছেন। ইনশআল্লাহ আগামী ৯ ডিসেম্বর তিনি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন। আমার মনোনয়নের খবরে লক্ষ্মীপুর আসনের জনগণ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। আমি প্রধানমন্ত্রীকে এই আসনে জয় উপহার দেবো।’

এ ব্যাপারে বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামালকে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠজন সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বুলু জানান, তিনি গণভবনে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।