কেরানীগঞ্জে জাল টাকাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

কেরানীগঞ্জঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হচ্ছেন মো. নুর ইসলাম (২২) ও মো. বাদল খান (৩৬)। আটককৃত দুজনের কাছ থেকে র‌্যাব সদস্যরা  জাল এক লাখ ছয় হাজার টাকা এবং জাল টাকা বিক্রিত এক লাখ ৪০ হাজার ৫শ’ আসল টাকা উদ্ধার করে।

র‌্যাব-১০-এর কেরানীগঞ্জ কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা চৌধুরী এলাকায় লাইজু আকতারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ভাড়াটিয়া মো. নুর ইসলামকে আটক করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে ৫৬টি এক হাজার টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রিত ১ লাখ ৪০ হাজার ৫শ’ আসল টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, পরে আটক নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী বিকালে সাভার থানার গেন্ডাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. বাদল খান নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫০টি এক হাজার টাকার  জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।