বগুড়ার ৭ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

কাজী রফিকুল ইসলাম, মাহমুদুর রহমান মান্না, মাসুদা মোমিন তালুকদার, মোশারফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মোর্শেদ মিল্টন (ছবি– প্রতিনিধি)একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়ার ৭ আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। বগুড়ার চার আসনে নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চূড়ান্ত প্রার্থীরা হলেন–বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সাবেক এমপি যুদ্ধাপরাধের মামলায় পলাতক আবদুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাসুদা মোমিন তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ (সদর) আসনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ মিল্টন।