আজ ময়মনসিংহ মুক্ত দিবস

ময়মনসিংহআজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন পাকহানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের হাতে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে এবং হানাদার মুক্ত হয় ময়মনসিংহ।
ডিসেম্বর মাসের শুরু থেকেই সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট দিয়ে মুক্তিবাহিনী আক্রমণ শুরু করে। এরপর থেকেই শুরু হয় হানাদার বাহিনীর পরাজয়ের পালা। মুক্তিযোদ্ধাদের তোপের মুখে হানাদার বাহিনী মুক্তাগাছা হয়ে পালাতে শুরু করে। ৯ ডিসেম্বর পাকিস্তানিরা প্রথমে ফুলপুর পরে তারাকান্দা, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ শহর ছেড়ে ঢাকায় পালিয়ে যেতে শুরু করে। ১০ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী ময়মনসিংহ শহর ছেড়ে পালিয়ে যায়। সেদিন মুক্ত ময়মনসিংহের নেতৃত্ব দিয়েছিলেন অধ্যক্ষ মতিউর রহমান। ওই সময় তিনি মুক্তিবাহিনীর ঢালু ক্যাম্পের যুব শিবির প্রধান হিসেবে ছিলেন। 
মুক্ত দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও ছোটবাজার মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।