জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ ঘণ্টা পর রেল চালু

জয়পুরহাট৪ ঘণ্টা বন্ধ থাকার পর জয়পুরহাটের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ চালু হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উত্তর লেবেল ক্রসিং-এ সকাল ৬টায়  রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লুপ লাইনে লাইনচ্যুত হয়। এতে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা পর সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পাঁচবিবি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টার দিকে পাঁচবিবি স্টেশন ছেড়ে যাবার সময় উত্তর লেবেল ক্রসিং এর লুপ লাইনে লাইনচ্যুত হয়। এ সময় সারা দেশের সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে গুড লাইন ক্লিয়ার করে চার ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।