শিশুরাই আগামীর বাংলাদেশ: সংস্কৃতিমন্ত্রী

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। অথচ জিপিএ-৫ পাওয়ার জন্য অভিভাবকেরা শিশুদের ওপর নানা কিছু চাপিয়ে দেন। এতে শিশুদের প্রতিভা বিকাশে বাধা আসে। সৃষ্টিশীল মানুষ হিসেবে শিশুদের তৈরি করতে হলে শিশুদের খেলাধুলার সুযোগ দেওয়ার পাশাপাশি কবিতা-ছড়া-গল্প-ভ্রমণ কাহিনী লেখার অভ্যাস তৈরিরও সুযোগ দিতে হবে। তাহলে তারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা মিলনায়তনে ক্ষুদে কবিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, ‘সাধারণ জ্ঞান অর্জনের জন্য চাই শিক্ষক-অভিভাবকদের আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা। ক্লাশের বইয়ের পাশাপাশি শিশুদের বিতর্ক প্রতিযোগিতা ও নাটকে অংশগ্রহণ এবং বই পড়ার অভ্যাস তৈরিতে গুরুত্ব দিতে হবে। তাদের পরিপূর্ণ মানুষ করতে গেলে সাধারণ জ্ঞানের ভাণ্ডার থাকতে হবে। আজকের এই ক্ষুদে কবিরদের মধ্য থেকে একদিন বড় কবি-লেখক তৈরি হবে।’

ভিশন–২০২১ এর আয়োজনে এর প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধন বাপী, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, কামরুল ইসলাম প্রমুখ।