‘মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা সাজানো নাটক’

রমেশ চন্দ্র সেন (ফাইল ছবি)ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী, দলটির প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা একটি সাজানো নাটক। এটা বিএনপি মহাসচিবের লোকজনই ঘটিয়েছে।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

রমেশ চন্দ্র বলেন, ‘মঙ্গলবার (১১ ডিসেম্বর) অনির্ধারিত একটি প্রোগ্রামে ফখরুল বেগুনবাড়িতে প্রবেশ করেছিলেন। তার আগে বিএনপির দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে একটি অহেতুক ঘটনা সৃষ্টি করেছে। আমাদের দানারহাট সেন্টারের আওয়ামী লীগ অফিসে ইটপাটকেল ছুড়েছে। আমাদের ছাত্রলীগ কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধর করে তারা। অথচ তারা (বিএনপি) বলছে, আওয়ামী লীগ নাকি তাদের গাড়ি ভাঙচুর করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির লোকেরা আজ (১৩ ডিসেম্বর) সকালে আমাদের নৌকার কর্মীর ওপর হামলা চালায়। এর আগে ৯ ডিসেম্বর হাজির মোড়ে বিজিবি ক্যাম্পের সামনে রায়হান নামের আমাদের এক কর্মীকে মেরেছে বিএনপির লোকেরা। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলক টুলুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।