বিএনপি এখন কোন মুখে মানুষের কাছে ভোট চায়: মতিয়া চৌধুরী

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি অনেক বাহানা করে নির্বাচনে অংশ নিয়েছে। এটা ভালো। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল, তখন দেশের উন্নয়নের জন্য কিছুই করেননি। তারা এখন কোন মুখে মানুষের কাছে ভোট চায়।’

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘এলাকার উন্নয়নে যদি কাজ করে থাকি, তবে আরও কাজ করতে চাই। আবারও নৌকায় ভোট চাই।’

তিনি আরও বলেন,  ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারণে প্রাণে বেঁচে যান। এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। এমনকি, শেখ হাসিনা ও শেখ রেহানাকেও দেশে আসতে দেওয়া হয়নি। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করেন। এরপর থেকেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশের উন্নয়নে কাজ শুরু করে যাচ্ছে। কিন্তু বিএনপি ২০০১ সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করে। দেশের উন্নয়নে কিছুই করেননি। অপরদিকে, শেখ হাসিনা ক্ষমতায় আসেন দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।’

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ জিয়াউল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক গোপাল সরকার, ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ আজাদ মিয়া, আলহাজ জামাল উদিন, জাতীয় পার্টির জেলা কমিটির সহ-সভাপতি শওকত সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, আব্দুল হালিম উকিল প্রমুখ।