দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মী জেলহাজতে

গ্রেফতারের প্রতীকী ছবিদিনাজপুরে র‌্যাব ও পুলিশের অভিযানে আটক জামায়াত-শিবির ও বিএনপির ১২ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব ও পুলিশের অভিযানে গ্রেফতার ১২ জন জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের আদালতে সোপর্দ করা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান (৪২), একই উপজেলার জামায়াত নেতা মুশফিকুর রহমান (৩৮), জুলফিকার (৩৫), ময়েজউদ্দীন (৫০), নবাবগঞ্জ উপজেলা শিবির সভাপতি রেজাউল ইসলাম (২৮), জামায়াতের সাহেব আলী (৪২), হারুনুর রশিদ (৩৫), সবেদ আলী (৪০) ও বিএনপি নেতা রেজাউল করিম (৫২), ফারুক (৪৫), আতিয়ার রহমান (৪২) ও জবেদ আলী (৪৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে।

তাদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি রেজাউল ইসলাম (২৮) ও ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নানকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিন করে রিমান্ড আবেদন করেছেন। বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল আগামী ১৭ ডিসেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।