ইবিতে বহিরাগত নিষিদ্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন

বহিরাগত নিষিদ্ধসহ চার দফা দাবিতে মানববন্ধনশিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ক্যাম্পাসে বহিরাগত চলাচল নিষিদ্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এ মানববন্ধন হয়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, লাঞ্ছিতকারীকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণ।

জানা যায়, গত ১২ ডিসেম্বর (বুধবার) বিকেলে ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯ নং) ড. এমতাজ হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত হন। জিয়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের জের ধরে বিশ্ববদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মানজারে আলম মিরু তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় মিরুর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মচারী নুরুজ্জামান ও বহিরাগত আলী কদর। সেই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকের বিভাগের শিক্ষার্থীরা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।