নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো না: গয়েশ্বর চন্দ্র

নির্বাচনি প্রচারে গয়েশ্বর চন্দ্র রায়বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা নির্বাচনের মাঠে নেমেছি। কারও হুমকিতে আমরা ভীত নই। লাশ হয়ে যাবো তবু নির্বাচনের মাঠ থেকে সড়ে দাঁড়াবো না।’
তিনি বলেন, ‘দেশে আজ কোনও গণতন্ত্র নেই। মানুষের কথা বলার মতো কোনও অধিকার নাই। মানুষের বাক স্বাধীনতা আজ হরণ করা হয়েছে। সারা দেশেই বিএনপির প্রার্থী ও তাদের গাড়ি বহরে হামলা করা হচ্ছে।’ রবিবার (১৬ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচান শাহ মাজারের সামনে বিজয় র‌্যালি শেষে এ কথা বলেন তিনি।
উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন আপনারা বিএনপির অতন্ত্র প্রহরী হয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমেই আমরা গণতন্ত্রকে উদ্ধার করবো।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সুলতান নাসের, জয়নাল আবেদিন বাবুল, আবু সেলিম চৌধুরী সেলিম, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল কবীর পল, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, আগানগর ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ ও জিনিজিরা ইউনিয়ন যুবদলের সভাপিত মামুন প্রমুখ।