নির্বাচন আমার জন্য নতুন প্রজন্মের উন্নয়ন করা: সেলিম ওসমান

২৩

নতুন প্রজন্মকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি থেকে মনোনীত মহাজোট প্রার্থী ও সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেছেন, ‘নির্বাচন আমার পেশা নয়, নির্বাচন আমার জন্য নতুন প্রজন্মের উন্নয়ন করা। সুতরাং এখানে আশা নিরাশার কোনও বিষয় নেই। মানুষকে ভালোবাসতে পারলে ৩০ তারিখে ফলাফল পাওয়া যাবে। আমি মানুষকে ভালোবেসেছি, তাই মানুষের ভালোবাসা পেয়েছি। অন্তত এটা প্রমাণিত হয়েছে।’

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল কলেজ মাঠে জেলা শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগদান শেষে নির্বাচনি প্রচারণার সময় গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

বিগত বিএনপি সরকার ও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে উন্নয়নের পার্থক্য তুলে ধরে সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে যে উন্নয়নগুলো হয়েছে, তা নারায়ণগঞ্জবাসী জানে। বিগত সরকারের আমলে আমরা পাটের ব্যবসা হারিয়েছি। তবে নিটওয়্যার শিল্পকে আমরা পৃথিবীর দ্বিতীয় স্থানে নিয়ে গেছি। এজন্য আমার প্রতি মানুষের আশা ভরসা আছে। সেই আশা ভরসা থেকেই আমি নতুন প্রজন্মকে নিয়ে আবারও কাজ করতে চাই।’  

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শ্রমিকলীগ আয়োজিত কদমরসুল কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় তিনি এলাকায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান ও বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা।