পুঠিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ২

রাজশাহী

রাজশাহী পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিদেশি নাগরিক আব্বাসী ও পিকআপ ভ্যানের চালক গোলাপ আহমেদ নিহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে পুঠিয়ার ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গোলাপ চালক ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় বিদেশি নাগরিক আব্বাসীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহম্মেদ জানান, আব্বাসী পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাপানি কোম্পানি ডেনজয়েনে কর্মরত ছিলেন। তিনি তুরস্কের নাগরিক হলেও জাপানের সিটিজেনশিপ রয়েছে। আর গোলাপের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।

তিনি আরও জানান, তারা রাজশাহী থেকে পিকআপ ভ্যানে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। আর তার উল্টো দিক থেকে সেঞ্চুরী পরিকহনের যাত্রীবাহী বাস আসছিলো। সেনবাগে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আব্বাসী ব্যাপারে রাজশাহীর অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির জানান, তিনি কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে জাপানের ব্যাংক থেকে তিউনিশয়ার ব্যাংকে টাকা পাঠানোর কাগজপত্র পাওয়া গেছে।