বিএনপির নির্বাচনি ইশতেহার মূল্যহীন: হানিফ





সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুবউল আলম হানিফআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহার মূল্যহীন। এটা জনগণের সঙ্গে ধোকাবাজি ছাড়া কিছুই না।’




মঙ্গলবার (১৮ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির ইশতেহারে জনগণের কল্যাণে কিছুই নেই। যে দলটির নেতা দেশে বিদেশে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত জনগণ সে দলের কাছ থেকে জনকল্যাণমূলক কোনও কিছু আশা করে না। এগুলো সবই ধোকাবাজি।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য, নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের যে ক্ষমতা দেওয়া আছে সাংবাদিকরা তা প্রয়োগ করবে। সেনাবাহিনী মোতায়েন এর সিদ্বান্ত রয়েছে, সেনাবাহিনী আসবে। এসব বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই। তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনি ইশতেহারে বলেছে ক্ষমতায় গেলে প্রতিশোধমূলক আচরণ করবে না, তার মানে এর আগে তারা প্রতিশোধমূলক আচরণ করেছে।
হানিফ বলেন, ‘মির্জা ফখরুলদের নেতা তারেক রহমান শুধু দেশে নয়, বিদেশেও সন্ত্রাসী হিসেবে দণ্ডিত। এরকম একজন সন্ত্রাসী দুর্নীতিবাজ যে দলের নেতা সেই দলের প্রতি মানুষের আস্থা থাকতে পারে না।’
এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।