দলীয় সরকারের অধীনে আর নির্বাচন না করার ঘোষণা বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থীর

বরিশাল প্রেসক্লাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করছেন বরিশাল-৫ আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে ভোট কারচুপির অভিযোগ তুললেন বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শনিবার রাতেই বরিশাল সদর আসনের ১৭৪ কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রে ভোট কাটা (জমা) হয়েছে। এরপরও রবিবার সকালে সুষ্ঠু ভোটের আশা ছিল তার। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি।
মজিবর রহমান সরোয়ার বলেন, ‘কোনও কোনও কেন্দ্রে পোলিং এজেন্টসহ বিএনপি নেতাকর্মীদের মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। সদর আসনে শতাধিক বিএনপি নেতাকর্মী ক্ষমতাসীনদের হামলায় আহত হয়েছে।’
আন্দোলন না করে ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণ করাই উচিত হয়নি মন্তব্য বিএনপির এই রাজনীতিবিদের। দলীয় সরকারের অধীনে জীবনে আর কোনও নির্বাচনে অংশ না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার মন্তব্য, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ কখনও ভোট দিতে পারবে না।’

এই সংবাদ সম্মেলনে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন অভিযোগ করেন, বরিশাল সদরসহ বিভাগের ২১ আসনের সর্বত্র একই চিত্র। ক্ষমতাসীনরা সব আসনের প্রতিটি কেন্দ্র দখল করে ভোট কারচুপির উৎসব করছে বলে দাবি তার।
এদিকে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জে) জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী নাগরিক ঐক্যের জেএম নুরুর রহমান জাহাঙ্গীর। রবিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্ত জানান তিনি। তার দাবি, ‘বেশিরভাগ কেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। গতকাল রাতেই বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। আজ বিএনপির বহু ভোটার মারধরের মুখে পড়েছে। এ অবস্থায় নির্বাচন বর্জন করা একান্ত কর্তব্য।’

একই আসনের খেলাফত আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল রবিবার দুপুর পৌনে ২টায় কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন।