ইলিয়াসের আসনে জয়ী গণফোরামের মোকাব্বির

গণফোরামের প্রার্থী মোকাব্বির খান (ছবি- অনলাইন থেকে নেওয়া)

সিলেট-২ আসনে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। উদীয়মান সূর্য প্রতীকে তিনি ৩৮ হাজার ৯৭১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

১২৭ ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফল বলছে, মোকাব্বির খান পেয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মুহিবুর রহমান ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন। এ ছাড়া, মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২।

এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। হাইকোর্ট তার প্রার্থিতা বাতিল করে। পরে এই আসনে গণফোরাম প্রার্থী মোকাব্বির খানকে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। তিনি গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে ভোট করেন।

ওসমানীনগর-বিশ্বনাথ মিলে গঠিত সিলেট-২ আসনে এর আগে একাধিকবার জয়ী হন বিএনপির ইলিয়াস আলী। পরে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির নেতা ইয়াহহিয়া চৌধুরী জয়ী হন।