রাতে অবৈধ চলাচল, মেঘনায় তিন বাল্কহেডকে জরিমানা

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে রাতে চলাচল করায় তিনটি বাল্কহেডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী মেঘনা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেড তিনটিকে জরিমানা করেন।

বাল্কহেড এমভী পিনাক-২ কে ১৫ হাজার টাকা, রাকিব তুষার-৪ কে ১৫ হাজার টাকা এবং আল্লাহর পথে বাল্কহেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী জানান, ‘গজারিয়ার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভ্যন্তরিণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭ (খ) ধারা মোতাবেক অতিরিক্ত পণ্য বোঝাই, রাতে চলাচলসহ বিভিন্ন অপরাধে তিনটি বাল্কহেডকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’ এখন থেকে নিয়মিতভাবে এসব বাল্কহেডের অবৈধ চলাচল বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।