ঐক্যফ্রন্টের নেতারা সিলেট আসছেন আজ

জাতীয় ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪ দিন পর আজ সোমবার সিলেটে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। নির্বাচনের দিন নিহত ঐক্যফ্রন্টের এক কর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মনোবল চাঙা করতেই তারা সিলেট আসছেন।

বিএনপি সূত্র জানায়, আজকের (১৪ জানুয়ারি) এ সফরে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরও কয়েকজন নেতা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিমানযোগে সিলেট এসে পৌঁছাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এরপর নেতারা সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে যাবেন। সেখানে জাতীয় নির্বাচনে দিন গুলিতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে তারা দেখা করবেন।

তিনি আরও জানান, বালাগঞ্জ থেকে ফিরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরে রাত ৮টার দিকে বিমানযোগে আবার তারা সিলেট ত্যাগ করবেন।