২২ শ্রমিক নিয়ে ট্রলার নিখোঁজের অভিযোগ, চলছে অভিযান

মুন্সীগঞ্জমাটিকাটার কাজে আসা ২২ জন শ্রমিকসহ মুন্সীগঞ্জের মেঘনা নদীতে একটি ট্রলার নিখোঁজ-এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে মেঘনা নদীতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ। তবে বিকাল পর্যন্তও নদীতে খোঁজাখুঁজি করে কোনও আলামত বা তথ্য পায়নি নৌ পুলিশ। গজারিয়া থানা পুলিশ, নৌপুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

গজারিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী বলেন, ‘গজারিয়ার মেঘনায় কোনও ধরনের নৌযান ডুবির খবর পাইনি।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘সকাল থেকে ট্রলারডুবির খবর জানতে একের পর এক ফোন আসছে। কিন্তু গজারিয়ায় ট্রলারডুবির কোনও ঘটনা আমার জানা নেই। এটা গুজবও হতে পারে। সকাল থেকে ট্রলারের খোঁজে মেঘনা নদীতে নৌ পুলিশ চষে বেড়াচ্ছে। কিন্তু ট্রলারডুবির কোনও আলামত পাওয়া যায়নি।’

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ‘পাবনার ভাঙ্গুরা থানার ওসি জানান, ২২ জন মাটি কাটার শ্রমিকসহ একটি ট্রলার নিখোঁজ হয়েছে। কিন্তু কালীপুরা থেকে মেঘনা সেতু পর্যন্ত খোঁজাখুঁজি করেও নদীতে এমন কোনও ট্রলার পেলাম না বা ট্রলারডুবির কোনও আলামতও নেই। নদীর পাড়ে স্বজনদের কোনও ভিড় নেই। দুপুরের পরে কোস্টগার্ডও নদীতে নেমেছে ট্রলারের খোঁজে। কিন্তু কোনও খবর পাওয়া যায়নি। বিষয়টা গুজবের মতো মনে হচ্ছে।’