তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি দোকান ভস্মীভূত

আগুন গ্রাস করছে দোকানপাটভোলার তজুমদ্দিন উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার সদর রোডের শহিদ মাঝির মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, আনোয়ার হাওলাদারের মেশিনারি স্টোর, মা-মণি টেলিকম সেন্টার, অজিউল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স স্টোর, দ্বীপ স্টোরসহ ছোট-বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাস জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, রেড ক্রিসেন্টের সিপিপির সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। মালামাল উদ্ধার ও আগুন নেভাতে গিয়ে সুমন পাটওয়ারী, শাহে আলম, মিঠুল সিং, হেলাল হাওলাদারসহ প্রায় ২০ জন আহত হন।