গোপালগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও


গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের একজন দশম শ্রেণি পড়ুয়া কনের বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান। তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সবকিছুই প্রস্তুত ছিল। বরযাত্রী ততক্ষণে খেতে বসেছেন এবং বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল। এমন সময় সেখানে পুলিশ উপস্থিত হয়। কনের বাবা মো. ঠান্ডা মিয়াকে বুঝিয়ে বিয়ে স্থগিত করেন তারা।

সদর উপজেলার ইউএনও সাদিকুর রহমান খান বলেন, ‘সদর উপজেলার বলাকৈড় গ্রামে একটি বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। কনের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। পাশের বনগ্রামের মোশারেফ দাড়িয়ার ছেলের সঙ্গে নাবালিকা মৌসুমীর বিয়ে হওয়ার কথা ছিল।’