‘উত্তরাঞ্চলে পোশাক শিল্প সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন টিপু মুনশি (ছবি– প্রতিনিধি)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘উত্তরাঞ্চলে পোশাক শিল্প সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে।’

শুক্রবার (১৮ জানুয়ারি) রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘অচিরেই উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি, দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ কাজ শুরু হবে। গ্যাস সরবরাহ শুরু হলেই  রংপুরসহ উত্তরাঞ্চলে পোশাক শিল্প স্থাপনের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘এ এলাকায় পোশাক শিল্প স্থাপিত হলে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পোশাক শিল্পে বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্পের পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, কৃষি গবেষণা ও হাইটেক পার্ক স্থাপনের ব্যাপারেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে রংপুরসহ এ অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হবে।’

পরে উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে তিনি মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তিন দিনের সফরে রংপুরে আছেন তিনি।