নেত্রকোনায় ওষুধ বিক্রেতার লাশ উদ্ধার, আটক ৫

নেত্রকোনানেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়ন থেকে মো. হাদিছ মিয়া (৪৮) নামে এক ওষুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের দীঘলা চাতালকোণা বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির চোখের এক কোণে জখম রয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাদিছ সিংহের বাংলা গ্রামের মৃত মো. আব্দুল আলীর ছেলে। তিনি দীঘলা চাতালকোণা বাজারে ওষুধ বিক্রি করতেন।

নিহতের ছেলে অটোরিকশা চালক মো. মিজানুর রহমান জানান, তার বাবা হাদিছ রাতে প্রায়ই দোকানে ঘুমান। সেসময় তিনি রাত জেগে বাজারে টিভি দেখেন। শুক্রবার দিবাগত রাতেও গ্রামের প্রতিবেশী শামছু, মজিদ, রুবেল, বাচ্চু ও লালনকে নিয়ে একসঙ্গে বসে টিভি দেখেছেন। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাজারের একটি দোকান ঘরের পিছনে ফসলের পানি ভেজা জমিতে হাদিছের মরদেহ পরে থাকতে দেখা যায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান,  মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহতের ছেলের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের গ্রেফতার করা হবে।