‘গরিব মানুষকে কম খরচে উন্নত চিকিৎসা দিতে হবে’

গোলাম দস্তগীর গাজীকে ফুলেল শুভেচ্ছা বেসরকারি হাসপাতাল মালিকদের (ছবি– প্রতিনিধি)

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামের অসহায় ও গরিব মানুষেরা যাতে কম খরচে উন্নত চিকিৎসা সেবা পায়, সেদিকে বেসরকারি হাসপাতাল মালিকদের নজর রাখতে হবে।’

শনিবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীবাগ এলাকার বাড়িতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে স্থানীয় বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। দেশের প্রত্যেক নাগরিককে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

জেলা বেসরকারি হাসপাতালের মালিক সমিতির উপদেষ্টা আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান মীর আব্দুল আলীমের নেতৃত্বে সমিতির সভাপতি ও মেমোরি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফারুক ভূঁইয়া, সহ-সভাপতি ডা. হালিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ডা. রুহুল আমিন, মায়ের ছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।