সুশাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ: ইনু

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পলিত নির্দেশনায় দেশ আজ উন্নতির দিকে ধাবিত। দুর্নীতি, বৈষম্য হটিয়ে এবার সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ।’

রবিবার (২০ জানুয়ারি) বিকালে গাইবান্ধার সাদু্ল্যাপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) স্থগিত আসনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এদিন মশাল প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম খুদিকে ভোট দিতে হবে।’

সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার। জনসভায় আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ও সাদুল্যাপুর উপজেলা জাসদের নেতারা।