রাজশাহীতে হেরোইনসহ তিনজন গ্রেফতার

হেরোইনসহ গ্রেফতার ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ২ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহানাবাদ এলাকার উজ্জ্বলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো, উজ্জ্বলের স্ত্রী জান্নাতুন নেসা (৪০), তার মেয়ে মরিয়ম খাতুন (১৪) ও তাদের প্রাইভেটকার চালক আল-আমিন (২৪)। চালক আল-আমিন জাহানাবাদ গ্রামের মুনসুর রহমানের ছেলে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে উজ্জ্বলের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে ২ কেজি ২০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মাপকযন্ত্র, ২টি মোবাইল , ৩টি সিমকার্ড ও ১টি মেমোরিকার্ড উদ্ধার হয়। পরে তাদের আটক করে হেরোইনসহ গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান,মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।