সব আঞ্চলিক খাদ্যগুদাম ডিজিটালাইজড করবো: সাধন চন্দ্র

বেলকন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করছেন সাধন চন্দ্র মজুমদার (ছবি– প্রতিনিধি)

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা পুষ্টি গুণসম্পন্ন ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা করছি। এই মন্ত্রণালয়ের উন্নয়নে পরিকল্পনা আছে। আমরা সব আঞ্চলিক খাদ্যগুদাম (এলএসডি) ডিজিটালাইজড করবো; যাতে কোড নম্বর দিয়ে সব এলএসডির পজিশন দেখতে পাই।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলকন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইতোমধ্যেই আমন সংগ্রহ সাত লাখ মেট্রিক টন হয়েছে। বাজার এখন স্থিতিশীল। আমি মনে করি, খাদ্যে কোনও অসুবিধা হবেই না। নিরাপদ খাদ্যের জন্য সবাইকে সচেতন হতে হবে। নিজেরা যদি সচেতন না হই, তাহলে সরকার বা আইন দিয়ে সমস্যা সমাধান করা যাবে না। এক্ষেত্রে মিডিয়ারও দায়িত্ব আছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, বেলকোন গ্রুপের মালিক বেলাল হোসেন, টুর্নামেন্টের আহ্বায়ক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ অনেকে উপস্থিত ছিলেন।