পটুয়াখালীতে স্ত্রীকে হত্যার অভিযোগ

পটুয়াখালীপটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার পেয়ারাবাগান এলাকায় পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে শিল্পী (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার তার স্বামী আল আমিন পলাতক রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জানা গেছে, ওই দম্পতি উভয়ই  এ এলাকায় বহিরাগত। ঢাকা থেকে গলাচিপায় এসে ভাঙড়ি সংগ্রহ করে আবার চলে যেত।  রাতে ওই পরিত্যক্ত ভবনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুনতে পায় আশপাশের লোকজন। শুক্রবার সেখান থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’