নির্বাচনি ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত বিএনপির ষড়যন্ত্র: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকআইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত বিএনপির ষড়যন্ত্র। এরকম ষড়যন্ত্র করলে বিএনপিকে বাংলার জনগণ আর ক্ষমা করবে না।’ তিনি শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের নীলাখার গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। পাঁচ বছর এই সরকার দায়িত্ব পালন করবে। আমরা বিএনপির মতো এতিমের টাকা চুরি করে খাই না। জঙ্গিবাদ শেখাই না। বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না। বিএনপি আদালতে গেছে। আমরা আদালত মোকাবেলা করেই জয়ী হবো।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শামসুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।