নবাবগঞ্জে জমির জেরে প্রাণপাত, আটক ২

দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান ওরফে বাহাদুর (৪০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার কাঁচদহ পঞ্চায়েতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাহাদুর ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাহাদুরের সঙ্গে একই গ্রামের ইয়ামিন ও ইসমাইল হোসেনসহ ১০-১২ জন কলহে জড়ায়। পরে সংঘর্ষ শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাহাদুর। খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে ইয়ামিন (৩৫) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (১৫)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নবাবগঞ্জের বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এর আগেও ওই বিবাদ মেটানোর চেষ্টা করলেও লাভ হয়নি।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় ২ জন আটক রয়েছে। নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।