কোনও দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না: দুদক মহাপরিচালক

নরসিংদীতে দুদক মহাপরিচালকদুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘সব দুর্নীতিবাজের বিরুদ্ধে দুদক মাঠে আছে। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই দেশকে দুর্নীতিমুক্ত করতে সবাই আমাদের সঙ্গে সম্পৃক্ত হোক।’

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) নরসিংদীর শিবপুরে সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় কলেজে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির যৌথ উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব মন্তব্য করেন তিনি।

দুদক মহাপরিচালক আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের উপস্থিতি নিয়ে আজ কেউ কেউ বলছেন এটা ছোট দুর্নীতির ক্ষেত্র। আমি বলবো না, এটাই বড়। শিক্ষাখাতে সরকার প্রতি বছর প্রচুর বাজেট বরাদ্দ দিচ্ছে। কিন্তু সেই অনুযায়ী আদর্শ মানুষ গড়ে উঠছে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদর্শ মানুষ গড়ে উঠলে দেশে দুর্নীতি অনেক কমে যাবে। তাই আমরা শিক্ষকদের দুর্নীতি বন্ধে সেখানে যেতে বাধ্য হচ্ছি। আমরা দুই ধারায় কাজ করছি। একদিকে দুর্নীতিবাজদের ধরে বিচারের আওতায় আনছি। অন্যদিকে দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ, সততা স্টোর প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। সততা একটি সমন্বিত বিষয়। আজকের শ্ক্ষিার্থীই হবে আগামী দিনের নেতা, রাষ্ট্রনায়ক, বিচারক, ডিসি, এসপি। তাদের সঠিক আদর্শে গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। আজ এই প্রতিষ্ঠানে সততা স্টোর প্রতিষ্ঠা, সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশবিশেষ।’

পরে প্রধান অতিথি সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় কলেজে সততা স্টোর উদ্বোধন শেষে সততা সংঘের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে এলাকার ১৪ জন স্বনামধন্য অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা সনদ দেওয়া হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে এবং জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশিরের সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, দুদক সমন্বিত জেলা ঢাকা-২ এর উপপরিচালক এস এম শাহিদুর রহমান, সমন্বিত জেলা ঢাকা-২ এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ইউএস প্রবাসী ড. দেলোয়ার মুর্শেদ, সবুজ পাহাড় কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, জেলা প্রতিরোধ কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন প্রমুখ।