আই অ্যাম নট স্যাটিসফাইড: রসিক মেয়র

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রসিক মেয়ররংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র ও জাতীয় পার্টি নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘গত একবছরে আমার আমলে যে উন্নয়ন হয়েছে, তাতে আই অ্যাম নট স্যাটিসফাইড। সে কারণে সিটি করপোরেশনের প্রধান গেটটি নির্মাণের প্রপোজাল থাকলেও আমি সেটি করিনি। আমি আগে নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। পরে নিজের ঘর ঠিক করতে চাই। তবে আগামী দুবছরে দৃশ্যমান উন্নয়নযজ্ঞ দেখতে পাবেন নগরবাসী।’

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বর্তমান পরিষদের এক বছর পূর্তিতে নাগরিকদের মুখোমুখি অনুষ্ঠানে রসিক মেয়র এসব কথা বলেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে নগর ভবন প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। সিটি করপোরেশনের সচিব আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠান হয়।  এ সময় মেয়রের সঙ্গে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু, কবি ও নাট্যকার মনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগম, নাটক্যর্মী হাসান আহমেদ, তাজ আহমেদ, ব্যবসায়ী নেতা এমজি সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, তৌহিদুল ইসলাম, হারাধন রায়, শফিকুল ইসলাম মিঠু, আমিনুল ইসলাম, ফেরদৌসি বেগম।

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘ঠিকাদার ব্যর্থতার কারণে বিগত মেয়রের আমলে কার্যাদেশ পাওয়া কাজগুলোর মধ্যে নগরীতে ১২টি কাজ শুরু করে ঠিকাদাররা কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে নগরবাসী মহা দুর্ভোগের শিকার হয়েছেন। যার কারণে আমার প্রথম বছরে নগরীর এই মহা দুর্ভোগ লাঘবে কাজগুলো সম্পন্ন করতে পারিনি। আমি পরিষদকে সঙ্গে নিয়ে এরকম ১২টি কাজের কার্যাদেশ বাতিল করে দিয়েছি। বাতিল করতে গিয়ে প্রসেসিংয়ে সময় লেগেছে। কারণ যতটুকু কাজ হয়েছে তার এস্টিমেট করার পর তার জামানত বাতিল করে মামলা করতে হয়েছে। মামলার জাবেদা কপি দিয়ে প্রকল্প পরিচালককের কাছে আবেদন করে কাজ বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনও কাজে আর দরপত্র দিতে পারবেন না।’

মেয়র স্মার্ট আধুনিক নাগরিকবান্ধব নগরী বিনির্মানে নাগরিক, রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চান।

সকালে মেয়রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।