কুমিল্লায় হাসপাতালে আগুন, দগ্ধ ১

হাসপাতালের যেখানে আগুন লাগেকুমিল্লা শহরের ঝাউতলায় মুন হাসপাতালের প্যাথলজি বিভাগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে আগুন লেগেছে। আগুনে প্যাথলজি বিভাগের স্টাফ মাকছুদা আক্তার দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অন্তত আটজন আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৯ম তলার শিশু ওয়ার্ড সংলগ্ন প্যাথলজি বিভাগের একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই ওই ল্যাবের দরজা-জানালার পর্দায় আগুন ধরে যায় এবং ল্যাবের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়। এ সময় ওই ল্যাবে থাকা মাকছুদা আক্তারের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়। এ ঘটনায় হাসপাতালের ৯ম তলা থেকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন।
আতঙ্কিত রোগী ও স্বজনএদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত হাসপাতালের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় একজন নার্স গুরুতর দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি।