ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুননেছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বেগম ফজিলাতুননেছাবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা মরহুম বেগম ফজিলাতুননেছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুরে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন (সিআইপি), শিল্প বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, বুসরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, দাগনভুঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বেগম ফজিলাতুননেছা ৯৬ বছর বয়সে গতবছর ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।