বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন লংগদু ও কাপ্তাইয়ে আ.লীগের দুই প্রার্থী

রাঙামাটিআসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির লংগদু ও কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। তারা হলেন, কাপ্তাই উপজেলায় মো. মফিজুল হক ও লংগদুতে আব্দুল বারেক সরকার।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. মফিজুল হক (মফিজ) গত ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। গত ২০ ফেব্রুয়ারি যাচাই-বাচাইয়েও একমাত্র প্রার্থী হিসেবে টিকে আছেন তিনি।

অন্যদিকে লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকারকে মনোনয়ন দেওয়া হয়। পরে আওয়ামী লীগের আরও দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা আওয়ামী লীগের সমঝোতায় মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনের আগেই তারা জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারে কাছ তাদের মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদন জমা দেন।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মতব্বর বলেন, ‘লংগদু উপজেলার নেতাদের নিয়ে আলাপ আলোচনা করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বাকি দুই প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের একটি সমঝোতা হয়। আমরা চাই রাঙামাটি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকিবে। বাকি উপজেলাগুলোতেও আমরা আমাদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।’

জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘ইতোমধ্যে লংগদুর দুইজন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন একজন। যেসব উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন আইনানুযায়ী প্রত্যাহারের শেষ দিনের পরেরদিন আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবো।’

আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৮ মার্চ নির্বাচন।