হিলিতে ফেনসিডিলসহ আটক ৩

১২২

দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৩টায় হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটকরা হলো- হিলির দক্ষিণ বাসুদেবপুরের মৃত আতোয়ার আলীর ছেলে আলমগীর হোসেন (৩৮), একই এলাকার মৃত আসলাম মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (২৫), মৃত হাসান আলীর ছেলে আলমগীর হোসেন (২৩)।
সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম মঙ্গলবার বিকেল ৩টায় হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় ১৫০ বোতল ফেনসিডিলসহ আলমগীর, সাজু, আলমগীর হোসেন নামের তিন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পাশ্ববর্তী দেশ হতে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল এনে বিক্রির কথা স্বীকার করেছে।