অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

 

ফেনীভারতে অনুপ্রবেশের অভিযোগে ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্তে মিজানুর রহমান (৪০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৮ মার্চ) আটকের পর মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ। ফেনী-৪ ব্যাটলিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক মো. খাজা মাঈনউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন।

আটক মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর কলোনির সুরুজ মিয়ার ছেলে।  

মো. খাজা মাঈন উদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় মিজানুর রহমানসহ ছয় ব্যাক্তি যশপুর সীমান্তের তারকাটা কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে । এসময় বিএসএফ তাকেসহ অপর এক ভারতীয় নাগরিককে আটক করে। এখন মিজানুরসহ ওই ভারতীয় নাগরিক সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের পতাকা বৈঠকে আটক মিজানুর রহমানকে ফেরতে এনে দেশীয় আইনে বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিএসএফ রাজি হয়নি। বিএসএফ বিজিবিকে জানিয়েছে যেহেতু মিজানকে সেই দেশে থেকে আটক করা হয়েছে তাই তাদের দেশের আইনে তার বিচার হবে।  

মো. খাজা মাঈন উদ্দিন মিয়া জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক সেবনসহ নানা অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে। মিজানের অপর ছয় সহযোগীর নাম বিএসএফ বিজিবিকে দিয়েছে। এই বিষয়ে ছাগলনাইয়া থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছে বিজিবি।