নির্বাচনি দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে জেল: ইসি রফিকুল ইসলাম

বরিশালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচনের দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি সতর্কতা উচ্চারণ করে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এবং যে কোনও প্রশ্নের ঊর্ধ্বে। যদি কেউ এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেন তাহলে তাদের জেলে পাঠানো হবে।’ বুধবার (২০ মার্চ) বিকালে বরিশাল সার্কিট হাউজে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সভায় নির্বাচন কমিশনার বলেন, ‘প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অনিয়মের দায়ে অনেক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে জেলে ঢুকিয়েছি। সেকেন্ড ফেজেও ঢুকিয়েছি। এর ব্যত্যয় হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর যদি কেউ কোনও ধরনের ব্যত্যয় করেন, তাহলে তাদেরও সামান্য ছাড় দেওয়া হবে না।’

রফিকুল ইসলাম বলেন, ‘কোনও ভোটার ভোটকেন্দ্রে বাধাপ্রাপ্ত হবে না। কোনও ভোটার কেন্দ্রে এসে কোনও অবস্থায়ই তার ভোট না দিয়ে যাবে না’। ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না উল্লেখ করে নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হয়েও নির্বাচনে অংশগ্রহণ না করা দুঃখজনক।’
সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, র‍্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।