চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লাল ব্রিজ এলাকায় খুলনাগামী কপোতক্ষ ট্রেনের ধাক্কায় মা সুইটি খাতুন (৩০) নিহত হয়েছেন। এসময় তার কোলে থাকা দুই বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সুইটি খাতুন গাইবান্ধা সদর উপজেলা শহরের রফিকুলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে পৌঁছায়। এসময় সুইটি খাতুন তার মেয়েকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সুইটি খাতুন ঘটনাস্থলেই নিহত হয় এবং অমি আহত হয়। এলাকাবাসী অমিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক । জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।