ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

সাভারধামরাইয়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অধির (৪০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও দুই আরোহী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে ধামরাইয়ের বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের সুবল চন্দ্র মনিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ধামরাইয়ে বালিয়া এলাকার স্থানীয় একটি সড়ক দিয়ে সিএনজিতে করে যাচ্ছিলেন সিএনজি চালক ও অধিরসহ চার যাত্রী। অধির বসেছিলেন চালকের পাশে। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। অধির দুর্ঘটনার সময় সিএনজি থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে পৌঁছে তার লাশ বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বলেন, ‘নিহতের লাশ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। তবে এ ঘটনায় ঘাতক ট্রাক বা ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।’