বরিশালে ভাতিজার হাতে চাচা খুন

খুনবরিশালের মুলাদীর চারকালেখা ইউনিয়নের চরকালেখা গ্রামে ভাতিজার হাতে খুন হয়েছেন আবুল কাসেম (৭৫) নামের এক ব্যক্তি। গাছ কাটতে বাধা দেওয়ায় কুড়ালের বাঁট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। নিহত কাসেম মৃত নুরুল ইসলামের ছেলে এবং চরকালেখা ইউনিয়নের চেয়ারম্যান মহাসিন খানের বড় ভাই। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনার হামলাকারী ভাতিজা ফয়সালের পিতা নিহতের ভাই ফরহাদ হোসেন খানকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত আবুল কাসেমের সঙ্গে তার ভাই ফরহাদ হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ফয়সাল চাচা কাসেমের বাড়ির পিছনের বিরোধপূর্ণ জমির গাছ কাটতে যায়। গাছ কাটার শব্দ পেয়ে সেখানে ছুটে যান কাসেম। তিনি গাছ কাটতে বাধা দেন। এতে ফয়সাল ক্ষুব্ধ হয়ে গাছ কাটার কাজে ব্যবহৃত কুড়ালের বাঁট দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় চাচাকে। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে কাসেমকে পড়ে থাকতে দেখে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুলাদী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ কাসেমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যায়। সেখানাকার চিকিৎসক সাইদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বিকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় ফয়সালের পিতা ফরহাদ খানকে আটক করা হয়েছে। ফয়সালকেও আটকে পুলিশ কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।