ঝিনাইদহে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী

ঝিনাইদহআগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের সামগ্রী ইতোমধ্যেই ঝিনাইদহের চার উপজেলায় পৌঁছে গেছে। নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুণ্ড ও কালীগঞ্জ উপজেলায় এসব সামগ্রী পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, এসব সামগ্রী কেন্দ্রভিত্তিক বস্তায় প্যাকিং করা হয়েছে। শনিবার ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে।

২৪ মার্চ তৃতীয় ধাপে জেলার ৬টি উপজেলার মধ্যে ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুণ্ড ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, নির্বাচনের দায়িত্বে থাকবে ১৪শ পুলিশ সদস্য, পাঁচ হাজার ৭৬ জন আনসার সদস্য, ১২ প্লাটুন বিজিবি এবং ৬৫ জন র‌্যাব ও সদস্য। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৩টি।