চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধচট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন জলদস্যু। তবে তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, 'বাঁশখালীর ছনুয়া এলাকায় জলদস্যুদের একটি দল অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে র‍্যাবের একটি টহল টিম অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের এক জলদস্যুর মরদেহ পাওয়া যায়। তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।