বঙ্গবন্ধুর কাছ থেকে এ জাতি দেশপ্রেমের দীক্ষা পেয়েছে: মৎস্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বাঙালিকে মুক্তির অমিয় সুধা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কাছ থেকে এ জাতি দেশপ্রেমের দীক্ষা পেয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা তথা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রথম সাহস ও দিক নির্দেশনা দেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর উচ্চকিত সেই কণ্ঠস্বরে সেইদিনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলো।’

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নেত্রকোনা পাবলিক হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দিবসটিকে কেন্দ্র করে নানামুখী কর্মসূচি হাতে নেয় জেলা প্রশাসন। এর মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সময় সাতপাই এলাকায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ উল্লেখযোগ্য।

পাবলিক হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মঈন উল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।