মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত কক্ষ থেকে অস্ত্র উদ্ধার

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের তালাবদ্ধ একটি পরিত্যক্ত কক্ষ থেকে গাব গাছের দুইশ লাঠি, সাতটি বগিদা ও ১১টি জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ও মঠবাড়িয়া থানা পুলিশ সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করে।

স্থানীয় চেয়ারম্যানের দাবি, গত সংসদ নির্বাচনের সময় এসব অস্ত্র উদ্ধার করে জব্দ তালিকা তৈরি করা হয়েছে। তবে পুলিশের দাবি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র মজুত করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লাঠি ও অস্ত্রগুলো মজুত করা হয়েছিল। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান ও মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন জানান, গত সংসদ নির্বাচনের সময় বড় মাছুয়া হাইস্কুলের পেছনের একটি নালা থেকে এগুলো উদ্ধার করা হয়। এরপর চৌকিদারের মাধ্যমে জব্দ তালিকায় উল্লেখ করে ইউনিয়ন পরিষদের রেজুলেশনে লিপিবদ্ধ করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার চাচা হলতা গুলিসাখালী ইউনিয়র যুবলীগের সভাপতি মো. স্বপন তালুকদার বাদী হয়ে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান ও মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন।