দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনিসহ নিহত ৩

দিনাজপুরদিনাজপুরের বীরগঞ্জ ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনিসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

আজ বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বীরগঞ্জ উপজেলার কৈকুরি এলাকায় ট্রাকচাপায় দাদি-নাতনি নিহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে চারজন জগদিশপুর গ্রাম থেকে বীরগঞ্জ শহরের দিকে আসছিলেন। রাস্তায় কৈকুরি এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বীরগঞ্জ উপজেলার জগদিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া ও তার নাতনি জুই (জহুরুল ইসলামের মেয়ে) নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক সজিব এবং জান্নাতুন নামে আরও দুই জন। আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালক ট্রাকটি (ঢাকা মেট্রো চ-১৬-১০৭৪) উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেখে পালিয়ে গেছে।

এদিকে চিরিরবন্দরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলী (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে মোটরসাইকেল আরোহী হাসান আলী দিনাজপুর থেকে চিরিরবন্দর যাওয়ার পথে মোহনপুর ব্রিজের টোল আদায় অফিসের সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী ট্রাক মোটরসাইকেলটিকে জোড়ে ধাক্কা দেয়। এসময় হাসান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। হাসান আলী চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গুড়িয়া পাড়া এলাকার ফজলার রহমানের ছেলে। চিরিরবন্দর অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।